জামালপুর

আইএফআইসি ব্যাংক পিএলসি বালিজুড়ি উপশাখার উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি- 
জামালপুরের মাদারগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসি বালিজুড়ি উপশাখার উদ্যোগে অসহায় ও গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারী)  বিকালে উপজেলার বালিজুড়ী বাজারের আইএফআইসি ব্যাংক পিএলসি  বালিজুড়ি উপশাখার কার্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ব্যাংকের ইনচার্জ সোহাগ মিয়া ও ট্রানজেকশন সার্ভিস অফিসার বিধান কৃষ্ণ রায় সহ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে শীতার্ত মানুষ ব্যাংকের মঙ্গল কামনা করেন।

ব্যাংকটির ইনচার্জ সোহাগ মিয়া বলেন, আইএফআইসি ব্যাংক পিএলসি  ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি সবসময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলো, আছে, থাকবে।  প্রতি বছরের ন্যায় এবার শীতেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মতামত দিন