অন্যান্য

নখ ও চুল কাটলে রোজা ভেঙে যাবে?

ইসলাম ধর্মে রোজা একটি ফরজ ইবাদত। আর এই ফরজ ইবাদতের মাস পবিত্র রমজান মাস। এই মাসে ধর্মপ্রাণ মুসলমান রোজা রাখার ধর্মীয় বিধান পালন করে থাকেন। 

এ মাসজুড়ে মুমিন বান্দারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভে ইবাদতে মশগুল হন, দান-সদকা করেন, রোজা রাখেন।রোজাকে ঘিরে আমাদের মধ্যে ঘুরপাক খায় নানা প্রশ্ন। তার মধ্যে একটি হলো- রোজা রেখে নখ ও চুল কাটলে রোজার ক্ষতি হবে কি? ইসলাম এ ব্যাপারে কী বলে?এককথায় এর জবাব হলো- রোজা রেখে নখ ও চুল কাটলে রোজায় ক্ষতি হবে না।

রোজার সঙ্গে নখ, চুল ও অবাঞ্ছিত লোম কাটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। রোজা না হওয়ার সম্পর্ক হলো- পানাহার ও সহবাসের সঙ্গে। (মুসান্নাফ আবদুর রাযযাক, হাদিস: ৭৪৬৮)সুতরাং ঘাবড়াবার কিছু নেই। রোজা অবস্থায় নখ কাটাতে বা চুল কাটতে কোনো অসুবিধা নেই। এতে রোজার ক্ষতি হবে না। এগুলোর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই।

মতামত দিন