জামালপুর

জামালপুরে জাতীয় সমবায় দিবস পালিত

"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যে আজ (শনিবার) জামালপুরে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস।

দিবসটি উপলক্ষে সকালে শহরের ফৌজদারী মোড় থেকে জামালপুর জেলা প্রশাসন ও সমবায় বিভগের উদ্যোগে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালী বের করা হয়।

র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা আব্দুল হান্নান, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যংকের সহ-সভাপতি সুলতান মাহমুদ খান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক সাইফুল ইসলাম খানসহ সমবায় ভিত্তিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুন।

মতামত দিন