চিকিৎসা শেষে দেশে ফিরছেন ফায়েজুল ইসলাম লাঞ্জু
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে আগামী ১৫ অক্টোবর ২০২৫ ইং তারিখ এ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, জননন্দিত জননেতা জ্বনাব ফায়েজুল ইসলাম লাঞ্জু।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ফেব্রুয়ারী ২০২৫ ফুটবল ম্যাচে অংশ নিতে গিয়ে আহত হন জননেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু । অনুষ্ঠিত ফুটবল ম্যাচ চলাকালে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। পরে ঢাকায় অস্ত্রোপচার করা হলেও আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে তিনি এখন অনেকটাই সুস্থ।উন্নত চিকিৎসার জন্য প্রায় ছয় মাস তিনি আমেরিকা ছিলেন। আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।
জননেতা ফায়েজুল ইসলাম লাঞ্জুর দেশে ফেরার সংবাদে মেলান্দহ-মাদারগঞ্জে আনন্দের জোয়ার বইছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ফিরে এসেছে নতুন রাজনৈতিক কর্মচাঞ্চল্য। অনেকেই প্রিয় নেতার আগমনের অপেক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাচ্ছেন।
অন্যদিকে, প্রবাসে থাকা অবস্থায় ফায়েজুল ইসলাম লাঞ্জু নিয়মিতভাবে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রাখেন। তিনি সকলের দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
মতামত দিন