জামালপুরে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের সাথে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে মতিনিময় সব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলা সার্কিট হাউস মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, বেলটিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম, কাজী মশিউর রহমান সহ আরো অনেকে।
এ সময় বক্তারা দেশের প্রচলিত ইংরেজি ও বাংলা শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার গুণগতমান বৃদ্ধি ওর আধুনিকায়ন এবং নৈতিক শিক্ষা গ্রহণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে আগামী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সকল ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলেও আলোকপাত করে বক্তারা।

মতামত দিন