নদী ভাঙ্গন রোধের দাবিতে পলবান্ধা ইউনিয়নে মানববন্ধন
জামালপুরের ইসলামপুর উপজেলার ৮ নম্বর পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুরে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের ভয়াবহ ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম।
মানববন্ধনে অংশ নিয়ে জনাব হালিম বলেন, যুগের পর যুগ ধরে যমুনা ও ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন ইসলামপুরের মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এ অঞ্চলের ভিটেমাটি হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেন, এই ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। তিনি আশ্বস্ত করেন, ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিদ দল,মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, নদী ভাঙ্গনে প্রতি বছর এই অঞ্চলের শত শত পরিবার জমি-জিরাত হারিয়ে নিঃস্ব হচ্ছে। দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মতামত দিন