জামালপুর

দিগপাইত ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে জামালপুরে লিফলেট বিতরণ গণসংযোগ ও প্রচার-প্রচারণা চলছে।

আজ (মঙ্গলবার) জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ করে লিফলেট বিতরণ করা হয়।এরই অংশ হিসেবে ৩ নং ওয়ার্ড বাস স্ট্যান্ড এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছে  সদর উপজেলা বিএনপি। 

কর্মসূচিতে অংশ নেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। গণ সংযোগ শেষে দিগপাইত বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক পথসভায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওয়ারেছ আলী মামুন বলেন, দৃশ্য এবং অদৃশ্য একাধিক শক্তি এখনো প্রতিনিয়ত নির্বাচন বাণচলের ষড়যন্ত্র করছে।  

এসময় জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা মাইক্রোবাস ও কার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জু হাসান মুছাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সময় উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এর নেতৃত্বে ইউনিয়নটির ৬ নং ওয়ার্ডেও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করে গণসংযোগ করা হয়।

মতামত দিন