জামালপুর

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে প্রভাষকদের কর্মবিরতি পালন

বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের (৩২ ব্যাচ থেকে ৩৭ ব্যাচ পর্যন্ত) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির আগ পর্যন্ত জামালপুরে No Promotion No Work কর্মসূচী পালন করছে সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষকরা। 

আজ (মঙ্গলবার) বিসিএস সাধারন শিক্ষা  প্রভাষক পরিষদ সরকারি আশেক মাহমুদ কলেজ ইউনিট এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজের একাডেমিক ও পরীক্ষা ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত তৃতীয় দিনের মতো  চলমান এই কর্মসূচিতে সরকারি আশেক মাহমুদ কলেজের ৫৪ জন প্রভাষক অংশ নিচ্ছেন। 

কর্মসূচি চলাকালে ৩৩তম বিসিএস এ যোগদান কৃত প্রভাষক বেলাল হোসাইন, ৩৪তম বিসিএস এর আসলাম হোসাইন, ৩৫তম বিবিএস এর মো: মোজাহিদুর রহমান, ৩৩তম বিসিএস এর এস,এম, জাকিয়া জাহান বক্তব্য রাখেন।এসময় কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি রেখে  পদোন্নতির জিও না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান বক্তারা।

মতামত দিন