রাজনীতি

আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে সে সিদ্ধান্ত জনগণই নেবে

যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে এবি পার্টির এক আলোচনা সভায় তিনি বলেন, শেখ হাসিনা জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে; তা ফিরিয়ে দিতে হবে। আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে- সে সিদ্ধান্ত জনগণই নেবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তরুণদের প্রত্যাশা এই সরকারকে বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যারা নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝবে না আগামীর রাজনীতিতে তাদের ঠাঁই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

মতামত দিন