জামালপুর

আমরা নিম্নকক্ষে পিআর চাই না, উচ্চকক্ষে চাই সারজিস আলম

জামালপুর প্রতিনিধিঃ
এই মুহূর্তে আমরা নিম্নকক্ষে পিআর চাই না, আমরা উচ্চকক্ষে পিআর চাই এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারজিস আলম, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বিশেষ অতিথি ছিলেন আশিকিন আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ), এনসিপি।সভাপতিত্ব করেন লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক, জামালপুর জেলা এনসিপি।এসময় জামালপুর জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, তরুণ কর্মী, নারীনেত্রী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে এনসিপি একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করে তুলতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন,আমরা এই মুহূর্তে নিম্নকক্ষে পিআর চাচ্ছি না, বরং উচ্চকক্ষে পিআর চাই। আমরা জাতীয় নির্বাচনে ‘শাপলা’ প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করব। শাপলা প্রতীকে কোনো আইনগত বাধা নেই।তিনি আরও বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। আমরা দেশের শান্তিপ্রিয়, উন্নয়নমুখী ও দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ করে একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে চাই।

সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে এনসিপির অংশগ্রহণের প্রস্তুতি, সাংগঠনিক কাঠামো,  প্রচারণা কৌশল এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

মতামত দিন