জামালপুরে শিক্ষক সমাজের কর্মবিরতি পালন
২০% বাড়ি ভাড়া, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতাসহ শিক্ষক সমাজের সকল যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে পুলিশী বাধা গ্রেফতার ও হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় জামালপুরে কর্মবিরতি পালন করছে বিভিন্ন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।
আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঠদান কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে শহরের পাথালিয়া হযরত শাহ জামাল (রঃ) স্কুল এন্ড কলেজ।এ সময় ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে এবং বর্তমান সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়া আহ্বান জানিয়ে, হযরত শাহ জামাল (র.) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক (ইংরেজী) পারভেজ উদ্দিন, সিনিয়র শিক্ষিকা (সামাজিক বিজ্ঞান) শামসুন্নাহার ও যুক্তিবিদ্যার প্রভাষক ইমরান হোসেন বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখার অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
মতামত দিন