জামালপুরে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ
জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ। আজ (সোমবার) জামালপুর স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ফুটবল খেলায় বকশীগঞ্জ উপজেলা দলকে টাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় জামালপুর তীরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় দল।
খেলা শেষে ফুটবল খেলায় বিজয়ী ও রানার আপ দল ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জামালপুর জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, সিংহজানি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিউর রহমান শফি বক্তব্য রাখেন।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও চ্যাম্পিয়নরা পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নিবেন।
মতামত দিন