আন্তর্জাতিক

বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে যৌথ ইউনিয়ন গঠনের আহ্বান

বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একটি যৌথ ইউনিয়ন গঠনের আহ্বান জানিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম বিশ্বের এই ঐক্য "ইহুদিবাদী সন্ত্রাসবাদের" বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ। বুধবার (১১ সেপ্টেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে ইরাকি প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এই কথা বলেন। পেজেশকিয়ান বলেন, "মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে সহায়তার পাশাপাশি ইসরায়েলের সন্ত্রাসবাদ মূলোৎপাটনের চাবিকাঠি হিসেবে কাজ করবে।" 

ইরান-ইরাক সম্পর্কের ঐতিহাসিক ও কালজয়ী দিকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দুই দেশের মধ্যে স্থায়ী আর্থিক ও অর্থনৈতিক চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ সহযোগিতা দরকার। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক বৃদ্ধি করতে বিশেষজ্ঞ কমিটি গঠনেরও আহ্বান জানান পেজেশকিয়ান।এদিন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে দেখা করেন পেজেশকিয়ান। পরে তারা বলেন, ইরান-ইরাক উভয় সরকারই গাজায় ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত করার বিরোধী। গাজায় নারী, শিশু, যুবক ও বয়স্কদের বিরুদ্ধে ইসরায়েলের "গণহত্যার" সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট বলেন, "তারা (ইসরায়েল বাহিনী) হাসপাতাল ও স্কুলে বোমা মেরেছে। এসব অপরাধ ইউরোপীয় ও আমেরিকান গোলাবারুদ এবং বোমা ব্যবহার করে সংঘটিত হচ্ছে।" তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মাসুদ পেজেশকিয়ান।

মতামত দিন