হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন
যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দেয়া হয়েছে। পাশাপাশি সড়কও অবরোধ করা হয়েছে। তাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মটরসাইকেল ও সিএনজিতেও আগুন দেয়া হয়।
এছাড়া, যাত্রাবাড়ি থানা ভবনেও হামলা চালায় বিক্ষোভকারীরা। পরে পুলিশের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, সাড়ে ৭টার দিকে টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তবে, ২০০ মিটার দূরে তাদের অবস্থান নিতে হয়। কারণ, এলাকা আগুন নেভানোর জন্য উপযোগী ছিল না। স্থানীয়রা বলেন, পুলিশ, আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ চলছে।
রাত পৌনে ১১টার দিকে সেখানে, গুলি, ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। টিয়ারশেলের ঝাঁঝাঁলো গন্ধও ছড়িয়ে আছে চারদিকে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে
এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়।
মতামত দিন