জামালপুর সদর উপজেলা বিএনপি'র আয়োজনে বর্ধিত সভা
রবিন মাহমুদ-
আজ (১১) অক্টোবর শনিবার সন্ধ্যায় জামালপুর পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বর্ধিত সভা অনুষ্টিত হয়।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুম আমীন মিলনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
সভায় অন্যান্যের মধ্যে জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খন্দকার আসাদুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুর ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুলা আল মাসুদ, জামালপুর জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ বিএনপির সদর উপজেলা ও জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।পরে তৃণমূল পর্যায়ে প্রচারণার জন্য ১৫টি ইউনিয়ন বিএনপি নেতা কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার ১৫ টা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।
মতামত দিন