আন্তর্জাতিক

মুহুর্মুহু রকেট ছুড়ে পাল্টা জবাব দিলো হিজবুল্লাহ

দক্ষিণ ও পূর্ব লেবাননে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে মুহুর্মুহু রকেট ছুড়লো লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। খবর আলজাজিরার।এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবানন ও বেকা অঞ্চলে ইসরায়েলি শত্রুর হামলার জবাবে ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া এই হামলার আগে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে আরও তিনটি স্থানে আক্রমণ চালানো হয় বলেও জানায় গোষ্ঠীটি।

এদিকে লেবানন থেকে রকেট ছোড়ার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে। তারা বলছে, লেবানন থেকে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এসব রকেট কারমেল এবং গ্যালিলির উত্তর, দক্ষিণ ও মধ্য অঞ্চলে ছোড়া হয়।ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে, বিমান প্রতিরক্ষা বাহিনী বেশ কয়েকটি রকেট প্রতিহত করেছে। আমরা ফাঁকা এলাকায় রকেট পড়ার ঘটনা শনাক্ত করেছি।

সোমবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রায় ৩০০ মানুষ নিহত হন। আহত হন আরও সাত শতাধিক মানুষ।লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন, ইসরায়েলি বোমা হামলায় বাড়িঘর, চিকিৎসা কেন্দ্র, অ্যাম্বুলেন্স ও পলায়নরত মানুষের গাড়ি টার্গেট করা হয়েছে। তাদের হামলায় ২১ শিশু, ৩৯ জন নারী ও দুজন চিকিৎসকসহ অন্তত ২৭৪ জন নিহত হয়েছেন।

প্রায় এক বছর ধরে সীমান্তে পাল্টিপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা।

মতামত দিন