জামালপুর

জামালপুরে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছে জেলা যুবদল

রবিন মাহমুদ - আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এমপি প্রার্থীরা। নিজ নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে দলগুলোর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা লিফলেট বিতরণ সভা সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আজ (শুক্রবার) বিকেলে শহরের লিফলেট বিতরণ করে গণসংযোগ করেছে জেলা যুবদল। 

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে শহরের কাচারিপাড়া, পাঁচরাস্তা মোড়, নয়াপাড়া, নতুন হাই স্কুল মোড়, দেওয়ানপাড়া মোড়, ফৌজদারী মোড়, জেনারেল হাসপাতাল গেইট হয়ে পাথালিয়া পর্যন্ত এই গণ সংযোগ করা হয়। 

এসময় রাস্তার দুই পার্শ্বের বিভিন্ন দোকানপাট পথচারী ও যানবাহনে চলাচল কারীদের মাঝে লিফলেট বিতরণ করে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।পরে পাথালিয়া বকুলতলা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সোহেল রানা খান। জেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অপরদিকে গণসংযোগ শেষে সন্ধ্যায় শহরের বাগেরহাটা বটতলা এলাকা থেকে ধানের শীষের পক্ষে একটি প্রচার মিছিল বের করা হয়।

মিছিলটি স্থানীয় জিয়াউর রহমান কলেজ মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক নারী পুরুষ মিছিল অংশ নেয়।

মতামত দিন