বিজয়ের মাসে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন
জামালপুর প্রতিনিধি: জামালপুর - ২ ইসলামপুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব এ এস এম আব্দুল হালিম সাহেবের নির্দেশনায় বিজয়ের মাসে বিএনপি ও ধানের শীষের প্রচার ও গণজাগরণের উদ্দেশ্যে (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার ইসলামপুরের প্রাণকেন্দ্র বটতলা চত্বর হতে মলমগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার লম্বা লাল সবুজের বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়।স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার গড়া বিএনপি'র এই দলীয় পতাকা বিএনপি নেতা কর্মী সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করেছে। এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনগণ দীর্ঘ এই পতাকা দেখতে বেরিয়ে পড়েন। বিভিন্ন যানবাহনে চড়ে ১২ কিলোমিটার ব্যাপী দীর্ঘ এই পতাকা প্রদর্শনী উপভোগ করেন এবং এই উদ্যোগের জন্য জনাব হালিমকে ধন্যবাদ জানান। পাথর্শী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন মিয়ার সহযোগিতায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই পতাকা প্রদর্শন করা হয়।

মতামত দিন