জামালপুর

বকশীগঞ্জে নির্বাচনী জনসভায় মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থীকে বিজয়ী করতে আজ (সোমবার) এক নির্বাচনী জনসভা স্থানীয় নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

হাতপাখা প্রতীকের এমপি প্রার্থীর আব্দুর রউফ তালুকদার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।এসময় তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বৈষম্যহীন দেশ গঠনে উপস্থিত সকলের কাছে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। 

জনসভায় অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি নুরুল করিম আকরাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমদ, ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতী মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামের যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি হামিদুল ইসলাম।পরে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মতামত দিন