জামালপুরের বকশীগঞ্জে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে জামালপুরের বকশীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গকতাল (সোমবার) বকশীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।তিনি বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই নানা জুলুম নির্যাতন ও হাজারো প্রতিকূলতার মধ্যেও যিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি তিনিই বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।তার জীবন দর্শনকে অনুসরণ করেই যুবদলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব লাভলু মিয়া'র সঞ্চালনায় দোয়া মাহফিলে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া মাহফিল শেষে যুবদল নেতৃবৃন্দরা বকশীগঞ্জ পৌরসভার ও নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন হাট বাজারের দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

মতামত দিন