ব্যস্ত হয়ে উঠেছেন লিজা
জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। বছর জুড়েই ব্যস্ত থাকেন তিনি স্টেজ শো নিয়ে। পাশাপাশি নতুন গানেও থাকে তার ব্যস্ততা। তবে মাস কয়েক আগেই মা হয়েছেন এ শিল্পী। তাই ছিলেন বিরতিতে। তবে সেই বিরতিটা দীর্ঘায়িত করেননি লিজা। অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে ফিট হয়ে কাজে মনোযোগী হয়েছেন এ গায়িকা। এরইমধ্যে তিনি স্টেজ শো ও টিভি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে উঠেছেন।গত মঙ্গলবার তিনি সবশেষ শো করেছেন রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই ফেরাটা কেমন উপভোগ করছেন? উত্তরে লিজা বলেন, খুব ভালো।
মতামত দিন