বর্ষাকালে চুলের নানা সমস্যা দূর করতে 'ম্যাজিক তেল'
মরশুম বদলাচ্ছে। এই বর্ষায় স্ক্যাল্পের ইনফকেশন থেকে শুরু করে হেয়ার ফল, ভিড় বাড়িয়েছে একাধিক সমস্যা। এই পরিস্থিতিতে দেরি না করে এক 'ম্যাজিক তেল' বানিয়ে নিন। যার ছোঁয়ায় বর্ষাকালে চুলের নানা সমস্যা চুটকিতে দূর হবে।
এই তেল বানানোর জন্য কী কী উপকরণ লাগবে? কী ভাবে বানাবেন সেই তেল? এইসব নিয়েই বিশদে আলোচনা করা হল এই নিবন্ধে। রইল এর ব্যবহার এবং উপকারিতাও।
স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে তেলের কোনও বিকল্প হয় না। অয়েল মাসাজের গুণেই স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো থাকে। সঙ্গে চুলও হয় রেশমের মতো। এতসব উপকারিতা পেতে তেল মালিশে জোর দিতে হবেই। তাই আর দেরি না করে আজ ঘরোয়া তেল বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।
এই তেল বানানোর জন্য লাগবে ১ বাটি নিম পাতা, এক মুঠো কারি পাতা। এছাড়া প্রয়োজন পড়বে ১ চা চামচ সাদা তিল ও চালের বাটা। সঙ্গে বেস হিসেবে দিতে হবে ১ কাপ তিলের তেল।
বানানোর পদ্ধতি -
- প্রথমেই মিহি করে নিম পাতা, কারি পাতা, সাদা তিল এবং চাল মিহি করে বেটে নিন। চাইলে মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন।
- একটি পাত্রে সেই পেস্ট নিয়ে নিতে হবে। তাতে ১ কাপ তিলের তেল ঢেলে দিন।
- তেলের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।
- এরপর সেই তেল আঙুলে নিয়ে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করুন।
- চাইলে এই তেলে চিরুনি ডুবিয়ে তা দিয়েই স্ক্যাল্পে লাগাতে পারেন। এতে ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় এই তেল পৌঁছে যাবে।
উপকারিতা-
- চুলের অকালপক্কতা রোধ করে।
- সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে চুলকে রক্ষা করে।
- চুল পড়া বন্ধ করে।
- নতুন চুল গজাতে সাহায্য করে।
- উকুন তাড়াতেও সিদ্ধহস্ত।
- রুক্ষ-শুষ্ক চুলকে রেশমের মতো করে।
মতামত দিন