আন্তর্জাতিক

পাকিস্তানে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর

পাকিস্তানে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই মাসেই দেশটি সফরে যাবেন তিনি। শুক্রবার (০৪ অক্টোবর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। এস. জয়শঙ্কর এবার যদি সত্যিই পাকিস্তান সফরে যান সেটি হবে প্রায় এক দশকে পাকিস্তানে কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। এ ছাড়া তিনি এমন এক সময়ে ইসলামাবাদ সফরে যাচ্ছেন যখন পরমাণু শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কাশ্মির ইস্যু নিয়ে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জয়শঙ্কর ১৫ ও ১৬ অক্টোবর ইউরেশীয় নেতাদের সম্মেলনে পাকিস্তানে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে এই সম্মেলনের ফাঁকে তিনি কোনো পাকিস্তানি নেতার সাথে সাক্ষাৎ করবেন কিনা, সেটি জানাননি জয়সওয়াল।দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ এরই মধ্যে তিনটি যুদ্ধ করেছে। যার মধ্যে দুটি বিতর্কিত কাশ্মির অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে। নয়াদিল্লির অভিযোগ, ভারত সরকারের বিরুদ্ধে জঙ্গিদের লড়াইয়ে সহায়তা করে পাকিস্তান। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইসলামাবাদ।চলতি বছরের জানুয়ারিতে জয়শঙ্কর জানয়েছিলেন, বহু বছরের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সমস্যার সমাধান করতে চায় ভারত। তিনি তখন বলেছিলেন, এটি কোনো ভালো প্রতিবেশীর নীতি হতে পারে না।

বিভিন্ন সময়ই এই দুই দেশের সম্পর্কে বরফ জমেছে। তবে ২০১৯ সালে নয়াদিল্লি কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করে একে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্ত করলে দুই দেশের সম্পর্ক স্থবির হয়ে পড়ে।সবশেষ ২০২৩ সালের মে মাসে দুই দেশের মধ্যে উচ্চ-স্তরের সফর হয়েছিল। তখন ভারতের উপকূলীয় রাজ্য গোয়ায় এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দিতে ভারতে গিয়েছিলেন তৎকালীন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তবে বিলাওয়াল কোনো ভারতীয় নেতার সঙ্গে সাক্ষাৎ না করলেও এই ফোরাম ব্যবহার করে একে-অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ করেছিলেন।

মতামত দিন