জামালপুর কোটাবিরোধী সহিংসতায় চার থানায় মামলা
কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জামালপুরের চার থানায় ২ হাজার ৩০৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত বিএনপি নেতাসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত জেলার সদর থানাসহ চার থানায় আট মামলায় ২ হাজার ৩০৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
জেলার সদর থানায় পাঁচটি মামলায় আসামির সংখ্যা ২ হাজার ১৩৯ জন। এর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে প্রধান করে দুইটি মামলা দায়ের করা হয়েছে।জেলার সদর থানায় পাঁচটি মামলায় আসামির সংখ্যা ২ হাজার ১৩৯ জন। এর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে প্রধান করে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির বলেন, গত কয়েক দিনের ঘটনায় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে ও নাশকতা করেছে। এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে।
মতামত দিন