আন্তর্জাতিক

গুগলের বিরুদ্ধে 'অবিশ্বাস্য' জরিমানা করল রাশিয়া

প্রযুক্তি সংস্থা গুগলকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের জরিমানা করেছে রাশিয়া। বিপুল পরিমাণ এই জরিমানা হচ্ছে ২০ ডেসিলিয়ন রুবল। অর্থাৎ একটি ২ এর পর ৩৪টি শূন্য বসাতে হবে। এই নজিরবিহীন জরিমানা ইউটিউবকে উদ্দেশ করে ঘোষণা করা হয়েছে যা গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের আওতাধীন রয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ইউটিউব রুশ রাষ্ট্র-চালিত মিডিয়া চ্যানেলগুলোকে ব্লক করার সিদ্ধান্ত নেয়। এবং এর জেরে এই জরিমানা আরোপ করা হয়েছে। এই পরিমাণটি গোটা বিশ্বের অর্থনীতির তুলনায় কয়েক গুণ বেশি। খবর এনডিটিভির। 

রুশ আদালত রায় দিয়েছে যে, রাশিয়ার জাতীয় সম্প্রচার নীতিমালা লঙ্ঘন করেছে গুগল, কারণ তারা ইউটিউবে রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত মিডিয়া আউটলেটগুলোকে ব্লক করেছে। এই জরিমানার পাশাপাশি, আদালত গুগলকে নির্দেশ দিয়েছে যে, এই চ্যানেলগুলো পুনরায় চালু করতে হবে। যদি ৯ মাসের মধ্যে নির্দেশ পালনে ব্যর্থ হয়, তাহলে প্রতিদিনের ভিত্তিতে জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হবে।

এই বিতর্কটি ২০২২ সালের মার্চ মাসে শুরু হয়, যখন ইউটিউব বৈশ্বিকভাবে রুশ রাষ্ট্র পরিচালিত কয়েকটি চ্যানেল 'আরটি' এবং 'স্পুটনিক' নিষিদ্ধ করে। ইউটিউব এই পদক্ষেপটি সংস্থাটির কন্টেন্ট নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়েছিল, যা সহিংস ঘটনার ধারক ও বাহক হিসেবে পরিচিত যেকোন চ্যানেলকে বাতিল করতে পারে। ইউক্রেন সংঘাতে রাশিয়ার সমর্থনকারী চ্যানেলগুলোর বিরুদ্ধে এমন নীতি প্রয়োগ করেছে ইউটিউব। বৈশ্বিকভাবে এক হাজারের বেশি চ্যানেল এবং ১৫ হাজারের বেশি ভিডিও সরিয়ে দেয়া হয়েছে। 

ইউরোপে রুশ রাষ্ট্র-পরিচালিত মিডিয়া অ্যাকাউন্টগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা পরবর্তীতে বিশ্বব্যাপী করা হয়। এ পদক্ষেপটি রাশিয়া সেন্সরশিপ এবং এর রাষ্ট্র-পরিচালিত মিডিয়াকে দমন করার মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। ২০২০ সাল থেকে গুগল রাশিয়ার পক্ষ থেকে একের পর এক জরিমানার মুখোমুখি হয়েছে, যা প্রথমে দৈনিক ১ লাখ রুবল জরিমানা (প্রায় ১,০২৮ ইউএস ডলার) থেকে শুরু হয়।

মতামত দিন