আন্তর্জাতিক

আমার হোয়াইট হাউস ছেড়ে আসাই উচিত হয়নি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার হোয়াইট হাউস ছেড়ে আসাই উচিত হয়নি। গতকাল রোববার পেনসিলভেনিয়ায় শেষ মুহূর্তের প্রচারে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল পেনসিলভেনিয়ায় বক্তব্য দেওয়ার সময় ২০২০ সালের নির্বাচনের স্মৃতিচারণ করছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, ‘আমি যে দিন দায়িত্ব ছাড়লাম, সে দিন পর্যন্ত আমাদের দেশের ইতিহাসে সীমান্ত সবচেয়ে নিরাপদ ছিল। আমার (হোয়াইট হাউস) ছাড়াই উচিত হয়নি। আমরা খুব ভাল কাজ করেছিলাম।’২০২০ সালের ওই নির্বাচনে ভোট কারচুপি করে ফল উল্টে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ অভিযোগে বেশ কয়েকটি মামলাও করেছিলেন। এমনকি নির্বাচনের ফল মানবেন না বলে ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকার পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা পর্যন্ত চালিয়েছিলেন ট্রাম্পের সমর্থকেরা। এ হামলার পেছনে ট্রাম্পের ‘উসকানি’ আছে বলে অভিযোগ রয়েছে।

ট্রাম্পের হোয়াইট হাউস না ছাড়াবিষয়ক মন্তব্য ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের কিছুদিন পর তাঁর কয়েকজন সহকারীদের কাছে বলা কথার প্রতিধ্বনি। সে সময় ট্রাম্প তাঁর সহকারীদের কয়েকজনকে বলেছিলেন, তিনি হোয়াইট হাউস ছেড়ে যাবেন না। ট্রাম্পের এক সহকারী বলেন, ট্রাম্প তাঁকে বলেছিলেন যে, ‘আমি কোনোভাবেই (হোয়াইট হাউস) ছাড়ব না।’ অপর এক সহকারী বলেন, ট্রাম্প তাঁকে বলেছিলেন, ‘আমরা কখনোই এখান (হোয়াইট হাউস) থেকে যাচ্ছি না’ এবং ‘নির্বাচনে জেতার পর আমি কী কারণে ছেড়ে যাব?’এবারেও ট্রাম্প এমন কাণ্ড ঘটাতে পারেন। তিনি নির্বাচনের ফল অস্বীকার করতে পারেন বলে আশঙ্কা করছে ডেমোক্রেটিক পার্টির সমর্থকেরা।

মতামত দিন