জাতীয়

বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত শুরু হবে

পিলখানায় ১৫ বছর আগে সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে তিনি বলেছেন, অপরাধী যত প্রতাপশালী হোক না কেন তাকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া যাবে না। অনেক প্রতাপশালী অপরাধী আগে ছাড় পেয়ে যেত। এমনটা আর হতে দেয়া যাবে না।

সোমবার (৪ নভেম্বর) সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আরও উন্নতি হওয়া প্রয়োজন। ইতোমধ্যে একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছালেও এটা আরও ভালো হওয়া দরকার।

পিলখানায় ১৫ বছর আগে সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত শুরু হবে জানিয়ে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে, অবশ্যই হবে। এ লক্ষ্যে দ্রুতই তদন্ত টিম করা হবে।

মতামত দিন