বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে
অন্তর্বর্তী সরকার যাতে ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারে সে জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (৪ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার যাতে ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারে, তারা যেন ব্যর্থ হয় সেজন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা লুণ্ঠিত ও বিভিন্ন ধরনের অস্ত্রের লাইসেন্স নিয়ে আজকে নামে-বেনামে বিভিন্ন সংগঠনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের একটাই উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপির গঠনতন্ত্রেও লেখা আছে জাতীয় গণঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষাকবচ। সেই লক্ষ্যে ৭ নভেম্বর উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
মতামত দিন