আন্তর্জাতিক

বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দীর্ঘদিনের এই দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বুধবার (১৩ নভেম্বর) প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই সাক্ষাৎকালে উভয়েই আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান। এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন তিনি। এরপর বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। ওভাল অফিসে যাওয়ার আগে বেশকিছু রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ট্রাম্প এই সাক্ষাতে অংশ নিলেন। গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও  ট্রাম্পের সাক্ষাৎ হলো। ওই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন জো বাইডেন।

ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেছিলেন। কিন্তু রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে একটি বিপর্যয়কর বিতর্কের পরে গত জুলাই মাসে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন বাইডেন। পরে দলের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নির্বাচনে প্রার্থী করা হয়।এর আগে মঙ্গলবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিসের চেয়ে ইলেকটোরাল কলেজ ভোটের পাশাপাশি পপুলার ভোটেও উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নেন ট্রাম্প। যদিও ২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনকার ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পপুলার ভোট প্রায় দুই শতাংশ কম পেয়েছিলেন।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার ফলে তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হবার রেকর্ড গড়েন। সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড প্রথমবারের মতো এমন অনন্য সফলতা দেখিয়েছিলেন ১৮৯৩ সালের নির্বাচনে জয়লাভ করে। ১৩১ বছরের আগেকার সেই অনবদ্য রেকর্ড ভেঙে ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করেন রিপাবলিকান এই প্রার্থী।ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিজাত পরিবারের সন্তান। তার বাবা দেশটির অন্যতম ধনী ব্যক্তি। নিউইয়র্কের রিয়েল এস্টেট টাইকুন ট্রাম্পের বর্ণাঢ্য জীবন কয়েক দশক ধরেই বিভিন্ন ট্যাবলয়েডের পাতায় এবং টেলিভিশনের পর্দায় ঘোরাফেরা করেছে।

মতামত দিন