বাণিজ্য

গণ-অভ্যুত্থানের থিমে সাজানো হবে এবারের বাণিজ্য মেলা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের থিমে সাজানো হবে এবারের বাণিজ্য মেলা। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এবার মেলার মূল আকর্ষণ প্রবেশ গেটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের থিম থাকবে।এ বিষয়ে ইপিবির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার জানিয়েছেন: আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে সশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন।‘‘প্রতিবছরই বাণিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয়েছে। এবার আমরা গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজাচ্ছি।’’

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এই মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে।২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ শুরু হতে যাচ্ছে চতুর্থবারের মতো রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বাণিজ্য মেলা স্থায়ী ভবন বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

মতামত দিন