আন্তর্জাতিক

ইয়েমেনি সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ইয়েমেনি সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আবারও বেড়ে উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম তাইজে সরকারি অবস্থানগুলোর ওপর বিদ্রোহীদের হামলায় আটজন হুতি বিদ্রোহী নিহত এবং ১৫ জন আহত হয়েছে। তবে বিবৃতিতে সংঘর্ষে সরকারি বাহিনীর হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। 

গত দুই বছরে এই প্রদেশে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে এটিই সবচেয়ে তীব্র সংঘর্ষ।এ ছাড়া পূর্ব তাইজেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।একটি সামরিক সূত্র জানিয়েছে, পূর্ব তাইজে বিদ্রোহীদের একটি সরকারি অবস্থানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টার পর সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালায়।

২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে একটি আপেক্ষিক শান্তি বিরাজ করছে। একটি যুদ্ধবিরতির ফলে ইয়েমেনি সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বন্ধ হয়েছিল। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইরান-সমর্থিত এই গোষ্ঠী রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এই সংঘাত শুরু হয়েছিল।

মতামত দিন