আন্তর্জাতিক

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং (৯২)

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং (৯২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মনমোহন সিং ২০০৪ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরপর দুবার ভারতের প্রধানমন্ত্রীর ছিলেন তিনি। ২০০৯ সালের ২২ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।

কংগ্রেসের এই প্রবীণ নেতা ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি।

মতামত দিন