বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহতদের বায়োমেট্রিক হালনাগাদ শুরু

সম্প্রতি ভোটার হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে যারা জুলাই আন্দোলনে আহত হয়ে যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের হাসপাতালে গিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়ায় হালনাগাদ সংগ্রহ করা হবে।মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এই তথ্য জানিয়েছেন।

এএসএম হুমায়ুন কবির বলেন, দেড় সপ্তাহের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হবে তাদের জাতীয় পরিচয়পত্র। চোখ এবং আঙ্গুলে ক্ষতিগ্রস্তদের ইসির নির্দেশনায় দেয়া হবে এনআইডি। নতুন ভোটার ছাড়াও স্মার্ট কার্ড এবং ভুল সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা।

তিনি আরও বলেন, সারাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত এবং তাদের পরিবারের সদস্যরা পাবেন এই সেবা।

মতামত দিন