আমাদের ব্যর্থতা অস্বীকার করার কোনো উপায় নেই
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মি. নজরুল।
তিনি বলেন, “টাকা থাকলে বদ মতলব থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই।”
তবে এ ব্যর্থতা উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে বলেও উল্লেখ করেন মি. নজরুল।
তিনি বলেন, “আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। পরিস্থিতি মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খারাপ হয় তখন আমরা প্রচণ্ড আত্ম-জিজ্ঞাসায় পড়ি।”
মতামত দিন