জাতীয়

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আগামীকাল ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের ঘটনা বিবেচনা করে সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। তিনি জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।উল্লেখ্য, সোমবার দুপুর ১টায় সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২০ থেকে ১৪০টি (দোকান,রেস্টুরেন্ট রিসোর্টসহ বসত ঘর) স্থাপনা পুড়ে ছাই হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনী, বিজিবি’র প্রচেষ্টায় বিকেল পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এবং যোগাযোগের দূর্গমতার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে বলেও প্রশাসন জানিয়েছে।

মতামত দিন