রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে সকল নির্যাতন ও হত্যার বিচার করবো
বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার সুযোগ দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম-খুন এবং জুলাই বিপ্লবে সকল নির্যাতন ও হত্যার বিচার অবশ্যই করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রোববার (১৬ মার্চ) বিকেলে রাজধানী ঢাকার গুলশানে লেকশোর হোটেলে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবার ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং তাদের জন্য ‘ঈদ উপহার বিতরণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন।তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে পারি, বিএনপিকে যদি জনগণ আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে গুম-খুন-নির্যাতনের বিচার করা। বিগত ১৬ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা গুম-খুনের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন এবং জুলাই বিপ্লবে যাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার অবশ্যই আমরা করবো।তারেক রহমান বলেন, কেবল বিএনপি নয়, আগামী দিন যে রাজনৈতিক দলই দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে তা হলো- যে মানুষগুলো এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদের হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছেন তাদের পাশে থাকা। তাদের ওপর অন্যায়কারীর বিচার করা।
শহীদ পরিবার সদস্য ও নির্যাতিত ব্যক্তিদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা দয়া করে হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যখন আসতে পেরেছি, সামনের পথটুকু পাড়ি দিতে পারব। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, সবাই যদি অন্যায় বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই আমরা এই অন্যায়ের বিচার করতে সক্ষম হবো।
মতামত দিন