বাংলাদেশ

ঢাকার হাসপাতালে তামিম

সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে হার্টে রিং পরানোর পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হল বাংলাদেশের সাবেক অধিনায়ককে।মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তামিমকে নিয়ে সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার হাসপাতালের উদ্দেশ্যে ছেড়ে আসে অ্যাম্বুলেন্স। 

কেপিজে হাসপাতাল থেকে ঢাকার হাসপাতাল পর্যন্ত পথিমধ্যে প্রত্যেক থানার পুলিশ তামিমের সেইফ এক্সিট নিশ্চিতে কাজ করেছে। রাত পৌনে ৯টায় তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এখানে চিকিৎসাধীন থাকবেন তামিম।সোমবার বিকেএসপিতে হার্টঅ্যাটাক হয় তামিমের। দ্রুত কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে এনজিওগ্রাম করলে হার্টে ব্লক ধরা পড়ে। পরে রিং পরানো হয়। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরিবারের ইচ্ছায় ঢাকায় আনা হল তাকে।আরেকটু ভালো সুযোগ-সুবিধা পেতে এবং ঢাকার ভেতরে নিয়ে আসতে হাসপাতাল পরিবর্তন করেছে পরিবার। পরিবারের চাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে কেপিজে হাসপাতালে মেডিকেল বোর্ড বসে। পরে তাদের পক্ষ থেকে সম্মতি পাওয়ার পর তামিমকে স্থানান্তরের সিদ্ধান্ত হয়।

আপাতত তামিমের কোনো শারীরিক জটিলতা নেই। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তার প্রাথমিক ঝুঁকি কমেছে। তবে তাকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখার কথা বলেছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার হাসপাতালে তামিমকে দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফরও একই পরামর্শ দিয়েছিলেন।

মতামত দিন