বাংলাদেশ

আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তামিমের

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল স্বাস্থ্যের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে, তবে আবারও হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তার।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন চিকিৎসক অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদার।তিনি জানান, ভবিষ্যতের ঝুঁকি এড়াতে মি. ইকবালকে লাইফস্টাইল পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন ওপেনিং পজিশনে মাঠে নামা তামিম আবার ক্রিকেটে ফিরতে পারবেন কি? জবাবে মি. তালুকদার বলেন, হার্ট অ্যাটাক বা হার্টের ড্যামেজ হলে প্রতিযোগিতামূলক খেলাধুলায় ফেরা কঠিন, তাতে ঝুঁকি থাকে।

অল্প বয়সে 'ম্যাসিভ হার্ট অ্যাটাক' এর ঘটনা তামিম মানসিকভাবে মানতে পারছেন না বলেও জানান চিকিৎসক। সেজন্য, তার মানসিক অবস্থার উন্নতির জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

মতামত দিন