যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করল ভারত
মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনব্যাপী সামরিক সংঘর্ষে একাধিক যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত।ডেইলি সান জানিয়েছে, শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংরি-লা সংলাপে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এই তথ্য জানান। তবে তিনি যুদ্ধবিমান হারানোর সংখ্যা নিয়ে না ভেবে, এর পেছনের কারণগুলো বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ৭ মে জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকেই দায়ী করে এবং পাল্টা জবাবে সীমান্তের ওপারে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়।এদিকে পাকিস্তান দাবি করেছে, তারা ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফাল বিমান। তবে জেনারেল চৌহান এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন এবং একে একেবারেই ভুল আখ্যা দিয়েছেন।
১০ মে উভয় পক্ষই যুদ্ধবিরতি ঘোষণা করে। এর পর থেকে কূটনৈতিক স্তরে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান, যদিও পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়ে গেছে।
মতামত দিন