আন্তর্জাতিক

মোসাদের সঙ্গে জড়িত থাকা ৫৪ জন গ্রেপ্তার

ইসরায়েলের সঙ্গে চলমান অস্থিরতার মধ্যে ইরান বড় ধরনের গুপ্তচর আটকের দাবি করেছে। ইরানের খুজেস্তান প্রসিকিউটর অফিস জানিয়েছে, ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। আনাদুলু এজেন্সির।ইরানের ফার্স নিউজ এজেন্সি প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে আনাদুলু জানিয়েছে, ‘এই ব্যক্তিরা শত্রুদের সমর্থন, তথ্য সংগ্রহ, শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানোর পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করে আসছিল। সমাজের মনস্তাত্ত্বিক নিরাপত্তা ব্যাহত করার লক্ষ্যে মিথ্যা ও গুজব ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিল তারা।’

গত ১৩ জুন ইসরায়েল ইরানজুড়ে সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলা শুরু করলে দুই দেশের মধ্যে শত্রুতা প্রকাশ্যে আসে, যার প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা চালায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত ও শত শত আহত হয়েছে।অন্যদিকে ইরানি মিডিয়ার প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত ও এক হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

মতামত দিন