জামালপুরে তিন দিনব্যাপী “CS Feast 2.0” এর সমাপনী ও পুরস্কার বিতরণ
জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন দিনব্যাপী “CS Feast 2.0” এর সমাপনী ও পুরস্কার বিতরণ।ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত ৩ দিনব্যাপী “CS Feast 2.0”এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) স্থানীয় শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ম্যাথ অলিম্পিয়াড, আর্ট কম্পিটিশন, আইসিটি কনটেস্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শহিদুর রহমান খান। বিআইআরইউ ক্লাবের সভাপতি ফয়সাল আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ. কে. এম. জাওয়াদুল হক, রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মওলা ও ক্লাবে, সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

মতামত দিন