জামালপুর

জামালপুরে আইডিইবি'র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে গণপ্রকৌশল  দিবস' ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ  (আইডিইবি'র) ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

"দক্ষ জনশক্তি - দেশ গঠনের মূল ভিত্তি এই স্লোগানে আজ (মঙ্গলবার) জামালপুরে পালিত হয়েছে গণপ্রকৌশল  দিবস' ২৫ ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ  (আইডিইবি'র) ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

এ উপলক্ষে শহরের প্রেসক্লাব রোডস্থ আইডিইবি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।রেলি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর শাহরিয়ার আহমেদ খান।

এ সময় অন্যানের মধ্যে জামালপুর জেলা আইডিইবি'র উপদেষ্টা প্রকৌশরী সৈয়দ আব্দুল মান্নান, সভাপতি প্রকৌশলী আব্দুস সাত্তার, সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল হাসান লুইস ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমানসহ আইডিইবি'র কর্মকর্তারা  বক্তব্য রাখেন।

মতামত দিন