জামালপুর

জামালপুরে তিন দিনব্যাপী “CS Feast 2.0” এর উদ্বোধন

জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী “CS Feast 2.0” এর উদ্বোধন অনুষ্ঠিত।

সোমবার সকাল থেকে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিআরআইইউ কম্পিউটার ক্লাবের আয়োজনে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সৃজনশীলতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের জন্য তিন দিনব্যাপী “CS Feast 2.0” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতা ও কার্যক্রম—ম্যাথ অলিম্পিয়াড, আর্ট কম্পিটিশন, আইসিটি কনটেস্ট, এআই ফটো কনটেস্ট, গেমিং কনটেস্ট এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর এ. কে. এম. জাওয়াদুল হক, রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মওলা, ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

মতামত দিন