জামালপুর

জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সম্বর্ধনা প্রদান

জামালপুরের মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে আজ (মঙ্গলবার) জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী'র সবাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। 

অনুষ্ঠানে বিশেষ আলোচক জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক,ছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জামালপুর জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুহা:হাবীবুর রহমান ও যুগ্ন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানসহ স্থানীয় বীর  মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

জামালপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মতামত দিন