জামালপুর

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

জামালপুর জেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত । রেলি আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচিতে জামালপুরে মহান বিজয় দিবস পালন করেছে জেলা বিএনপি।এ উপলক্ষে আজ (মঙ্গলবার) শহরের সফির মিয়ার বাজার মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন এর সভাপতিত্বে আলোচনা সভায় অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। 

এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। 

বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে রেলিতে  অংশ নেয়।

মতামত দিন