বাংলাদেশ

সীমিত পরিসরে দায়িত্ব নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ

রাজধানীর সড়কে সীমিত পরিসরে দায়িত্ব নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। রোববার (১১ আগস্ট) গুলশান, বনানীসহ কয়কটি মোড়ে যানজট নিরসনের কাজ করছেন তারা।

প্রায় এক সপ্তাহ পর রাজপথে দেখা গেছে পুলিশ সদস্যদের। দু-একদিনের মধ্যে পরিস্থিতি আরো উন্নত হবে বলে জানান তারা।

তারা বলেন, শিক্ষার্থীদের দক্ষতা না থাকলেও সড়কে শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রাজধানীর বেশিরভাগ স্থানে এখনও দায়িত্ব পালন করছে আনসার ও শিক্ষার্থীরা। সড়কে সিগনাল নিয়ন্ত্রণসহ সব ধরনের কাজ করছিলেন তারা। যদিও দক্ষতা না থাকায় চেকিং নিয়ে কিছুটা বাড়াবাড়ির অভিযোগও ছিলো কারো কারো।

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। বিভিন্ন স্থানে হামলার ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন পুলিশ সদস্যরা। নতুন সরকার দায়িত্ব নিলে ধাপে ধাপে আবারও দায়িত্ব পালন শুরু করেছেন তারা।

মতামত দিন