নারীদের নতুন নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা মমতার
ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় চলমান বিক্ষোভের মধ্যেই নতুন নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার।
শনিবার (১৭ আগস্ট) এই ঘোষণা দেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খবর হিন্দুস্তান টাইমসের।প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় শুক্রবারও শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর প্রতিবাদে এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।এই বিক্ষোভের মধ্যেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়। এর জেরে এবার নারীদের নতুন নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা করা হয়।
এতে বলা হয়,
কর্মজীবী নারীদেরকে যেন কর্মক্ষেত্রে একটানা ১২ ঘণ্টার বেশি রাখা না হয়। এ তালিকায় নারী চিকিৎসকেরাও রয়েছেন।
মমতা সরকার জানিয়েছে, তারা এ ধরনের ঘটনায় জবাবদিহিতা, গভীর পর্যালোচনা ও সে অনুযায়ী কার্যক্রম পরিচালনার বিষয়টি আরও ভাবছে। এছাড়া নতুন নিরাপত্তা ঘোষণায় বলা হয়, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেসব নারী রাতে দায়িত্বে থাকবেন, তাদের জন্য আলাদা কক্ষ থাকতে হবে। সেই কক্ষে থাকতে হবে বাথরুমও।
এছাড়া জরুরী অবস্থার জন্য পরিষেবা নিতে ১০০ কিংবা ১১২ নাম্বারে ফোন করা যাবে। হেনস্তার ঘটনা তদন্ত করার জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করে রাখতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে সরকার।
গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। পরেরদিন ওই হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন।
এখন পর্যন্ত এই ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই।
মতামত দিন