বাংলাদেশ

রাস্তায় টাকা পেয়ে থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

রাজশাহীতে রাস্তায় ১৭ লাখ ৯২ হাজার টাকা ও একটি সোনালী রঙের গ্লাস কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা। পরে তারা ওই টাকা ও গ্লাসটি থানায় জমা দিয়েছেন বলে জানা গেছে।রোববার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকা থেকে শিক্ষার্থীরা ওই সব টাকা পান।
এ বিষয়ে শিক্ষার্থী আক্কাস আলী জানান, আমরা রাতে নিরাপত্তার ডিউটি শেষে করে বাড়ি ফিরছিলাম। এ সময় রাস্তায় একটি ব্যাগ দেখতে পাই। পরে মনে হয় ব্যাগে কিছু আছে। এ সময় খুলে দেখি ১৮টি বান্ডিলে এক হাজার টাকা নোট আছে; সঙ্গে একটি গ্লাসও আছে।
তিনি আরও বলেন, যে গ্লাসটি আমার পাই, সেটি সোনালী রঙের। তবে স্বর্ণের কী না সেটি আমার যাচাই করে দেখতে পারিনি। কিন্তু গ্লাসে মোট ১৮টি ফুটো আছে। বান্ডিলও আছে ১৮টি। এটি কোনো সংকেত হতে পারে।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকজন শিক্ষার্থী নগরীর ভদ্রা এলাকা থেকে প্রায় ১৭ লাখ ৯২ হাজার টাকা কুড়িয়ে পান। পরে তারা সেই টাকা থানায় জামা দেন। সেই টাকা বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেয়া হয়েছে।
ওসি আরও বলেন, টাকার সঙ্গে একটি গ্লাস পাওয়া গেছে। সেটি সোনার নয়। আমরা যাচাই করে এটি পেয়েছি। গ্লাসে অনেকগুলো ফুটো আছে। এর সঙ্গে টাকার মিল আছে কী না সেগুলো আমরা তদন্ত করে দেখছি।

মতামত দিন