বাংলাদেশ

চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‌্যাম্প

এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র‌্যাম্প খুলে দেয়া হয়েছে। তবে এফডিসির এক্সিট র‌্যাম্পটি কবে নাগাদ খুলবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেডের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) হাসিব হাসান খান জানান, ওই পথের পাঁচটি টোলবুথ পুড়ে গেছে। এরমধ্যে একটি থেকে ম্যানুয়ালি টোল আদায় করা হবে। যানবাহন কম চলাচল করায় এতে খুব একটা সমস্যা হবে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৮ জুলাই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল বুথে আগুন দেয়া হয়। পরদিন মহাখালী টোল বুথও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় এফডিসি সংলগ্ন এক্সিট র‌্যাম্পের একটি পিলার।
এরপর গত ১১ আগস্ট থেকে তিনটি র‌্যাম্প ছাড়াই এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ। বনানী র‌্যাম্প চালু হয় ১৫ আগস্ট। সেখানেও ম্যানুয়ালি টোল আদায় চলছে।

মতামত দিন