রাজনীতি

হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে খালেদা জিয়া

এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালেই আছেন বিএনপির চেয়ারপার্সন এবং  প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, সিসিউই সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসা চললেও খালেদা জিয়ার। স্বাস্থ্যের অবস্থার কোনও উন্নতি হয়নি।
বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। রফিকুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাঁকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তির পর তাঁর অবস্থা আরও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।’
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই নানা রোগ এবং শারীরিক জটিলতায় ভুগছেন। কিছুদিন আগেই তাঁর দেহে স্থায়ী পেসমেকার বসানো হয়। হাসপাতাল থেকে বাড়িও ফিরে যান তিনি। তবে, গত ৭ তারিখ রাতে গুলশানে, ‘ফিরোজা’ বাসভবনে আবার অসুস্থ হন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে, জরুরি ভিত্তিতে সোমবার ভোর ৪টা ৪৫ মিনিটে আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় হয় তাঁকে।
প্রসঙ্গত, ডায়াবেটিস, আর্থারাইটিস এবং হৃদরোগ ছাড়াও ফুসফুস, লিভার ও কিডনি সংক্রান্ত বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন খালেদা জিয়া। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হন তিনি। তারপর থেকে বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে তাঁর।

মতামত দিন